প্রায় ২০ মাস পর ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বেশিরভাগ প্রদেশে জামায়াতে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২২ অক্টোবর) তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রাঙ্গণে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। খবর আরব নিউজের।
এ জুমার নামাজে সর্বস্তরের সাধারণ জনগণের পাশাপাশি অংশ নেন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদেরাও। এর মধ্য দিয়ে দীর্ঘ সময় পর জামায়াতে নামাজ পড়ার সুযোগ পেলেন দেশটির অধিবাসীরা।
আল-মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে, মূলত করোনার কারণে এতদিন দেশটিতে জামায়াতে নামাজের সুযোগ দেয়া হয়নি। তবে শনাক্ত ও মৃত্যু কমায় এবারে সে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এরপরই হুজ্জাতুল ইসলাম হাজ আলী আকবারির ইমামতিতে তেহরানের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে জামায়াতে দীর্ঘদিন নামাজ বন্ধ রাখে দেশটির সরকার। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দেশটিতে অন্যান্য নিষেধাজ্ঞার পাশাপাশি এই বিষয়েও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।