বিশ্বকাপের ম্যাচ দিয়েই ৫ বছর পর টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। ক্রিকেট সমর্থকদের মনে তাই তীব্র উত্তেজনা। আর স্বভাবতই সেই উত্তেজনা কাজে লাগিয়ে ব্যবসা করবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, কিন্তু এবার বিজ্ঞাপনের সব রেকর্ড ভেঙে দিতে পারে এই ম্যাচ।
ভারত-পাক ম্যাচে শুধু টিকিটের চাহিদাই নয়, সম্প্রচারের ক্ষেত্রে বিজ্ঞাপনের দরেও হাকানো হচ্ছে চড়া অর্থ। ওই বিশেষ সময়ে বিজ্ঞাপনের জন্য ৯০০ কোটি রুপি লাভের মুখ দেখছে সম্প্রচারকারী সংস্থা। এছাড়া অনলাইন প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিংয়ে বিজ্ঞাপনের জন্য ২৭৫ কোটি রুপি লাভ হচ্ছে সংস্থাটির। খবর হিন্দুস্তান টাইমসের।
প্রতিবেদনে জানা যায়, বিজ্ঞাপনের দর এতটাই উপরে উঠেছে যে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে ম্যাচটি। ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন বিজ্ঞাপনের জন্য প্রতি ১০ সেকেন্ডে ২৫ থেকে ৩০ লক্ষ রুপি ধার্য্য করেছে সম্প্রচারকারী সংস্থা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আগেই অফিসিয়াল ব্রডকাস্টারের সঙ্গে ১৬টি স্পনসরের চুক্তি হয়েছে। এ ছাড়া আইসিসির সঙ্গে চুক্তিবদ্ধ ১৫টি মেগা স্পনসরও আছে এই তালিকায়।
শুধু তাই নয়, কো-প্রেজেন্টিং স্পনসরশিপ বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ কোটি রুপিতে। আর অ্যাসোসিয়েট স্পনসরশিপের জন্য ৩০ থেকে ৩৫ কোটি রুপির প্রস্তাব দেওয়া হয়েছে।