গতকাল ২৮ অক্টোবর রাতে ঢালিউডের কিংবদন্তি অভিনেতা আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানো হয়। বেশ কিছু আইডি ও পেজে পোস্ট দেওয়া হয় তিনি মারা গেছেন। সেটা দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। পরে খোঁজ নিয়ে জানা যায়, অভিনেতা সুস্থ আছেন এবং বাসাতেই রয়েছেন। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসিতে গিয়ে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে সময়ও কাটান আলমগীর।
এদিকে আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন তার মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর৷ তিনি ২৯ অক্টোবর মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে লেখেন, আব্বু সুস্থ আছেন, ভালো আছেন। দয়া করে অমানুষের মতো গুজব ছড়াবেন না। আপনারাও কোন বাবা মায়ের সন্তান। এত ঘৃণ্য কাজ কীভাবে করতে পারেন?