টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ফেবারিট পাকিস্তানের কাছে মাত্রই ৫ উইকেটে হেরে এসেছেন। আসিফ আলির ঝড়ো ব্যাটিং সামলাতে পারলে হয়তো জিতেও যেতে পারতো আফগানিস্তান। এমন ম্যাচ হেরে দলের খেলোয়াড়দের মানসিক অবস্থা সুবিধার হওয়ার কথা নয়। এমন সময়ে প্রেস কনফারেন্সে যদি দেশের রাজনৈতিক জটিল প্রশ্ন শুনতে হয়, তাহলে মেজাজ হারানো স্বাভাবিক। তবে মোহাম্মদ নবী বেশ দক্ষতার সাথেই সামলে নিলেন নিজেকে।
ম্যাচের শেষে সংবাদ সম্মেলনে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন এক সাংবাদিক, জানতে চান দেশে ফেরার পর কোনও প্রশ্নের মুখে পড়তে হতে পারে বলে কি ভয় আছে কিনা।
এই প্রশ্নের জবাবে নবী বলেন, ‘ওই পরিস্থিতিকে বাদ দিয়ে আমরা কি ক্রিকেট নিয়ে কথা বলতে পারি?’
তাতেও অবশ্য ক্ষান্ত হননি ওই সাংবাদিক। একই প্রশ্ন করে যেতে থাকেন। নবী বলেন, ‘ক্রিকেটের বিষয়ে কথা বলতে পারলে ভালো হত। ওই পরিস্থিতিকে ওখানেই ছেড়ে দিন। আমরা এখানে বিশ্বকাপ খেলতে এসেছি। এখানে উপযুক্ত প্রস্তুতি নিয়ে এসেছি। পুরো আত্মবিশ্বাসের সঙ্গে এসেছি। ক্রিকেট সংক্রান্ত প্রশ্ন থাকলে করুন।’
তারপরও তালেবানের আমলে সেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ায় আফগানিস্তানের ক্রিকেট দলের সুবিধা হবে কিনা, তা নিয়ে প্রশ্ন করতে থাকেন ওই সাংবাদিক। নবী জবাব দেন, ‘এটা ক্রিকেট সংক্রান্ত প্রশ্ন নয়।’
নবীর সেই উত্তরের প্রশংসা করেছেন নেটিজেনরা। তাঁদের বক্তব্য, যে পরিস্থিতিতে নবীরা খেলছেন, তাতে এই ধরনের প্রশ্ন একেবারে মানানসই নয়।