টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আর এই লড়াইয়ে নিজেদের একটি রেকর্ড অক্ষুণ্ণ রাখতে চায় কিউইরা। গত ১৮ বছর কিউইদের বিরুদ্ধে আইসিসির কোনও টুর্নামেন্টে জেতেনি ভারত।
আর এর জন্য শুরুতেই ভেঙে দিতে হবে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। আর এখানেই আবারও আলোচনায় চলে আসছেন পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি।
ভারতের বিপক্ষে সেই পুরনো অস্ত্রকেই কাজে লাগাতে চান কিউই পেসার ট্রেন্ট বোল্ট। নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার বলেন, শাহিন আফ্রিদির ভারতের বিরুদ্ধে অসাধারণ বোলিং করেছে। তবে এটাও মাথায় রাখতে হবে, ভারতের ব্যাটাররা কিন্তু বেশ ভালো। কোয়ালিটি ব্যাটার রয়েছে তাদের টিমে। আর তাই শুরুর দিকে উইকেট আমাদের দরকার। আশা করি কিছুটা সুইং পাব। শাহিন যেটা করেছে, সেটা করে দেখাতে চাই।
ভারত যেমন প্রথম ম্যাচে হেরেছে পাকিস্তানের কাছে, নিউজিল্যান্ডও তাই। ফলে আজকের ম্যাচ বিরাটদের কাছে যেমন, তেমনই গুরুত্বপূর্ণ বোল্টদের কাছেও।
বোল্ট বলেছেন, টিম কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী। ভারতের বিরুদ্ধে নামার জন্য মুখিয়ে রয়েছে। এটা ঠিক যে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই আমরা হেরেছি। যে কোনও টুর্নামেন্ট শুরু করার জন্য এটা আদর্শ ফল নয়। তার পরও বলব, ভারতের চ্যালেঞ্জ সামলানোর জন্য আমরা তৈরি।
এদিকে চোট নিয়ে সংশয় থাকলেও ভারতের বিরুদ্ধে খেলছেন মার্টিন গাপটিল।