ইউরোপের সব দেশে শনিবার দিবাগত রাত অর্থাৎ রোববার রাত ৩টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হবে। শীতে দিনের আলো ব্যবহারের জন্য সময় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় প্রতি বছরের অক্টোবরে শেষ রোববার রাতে। ফলে রাতে ইউরোপের মানুষ এক ঘণ্টা বেশি ঘুমাতে পারবেন। ফলে ইউরোপে বেশিরভাগ দেশে আজ ঘড়ির কাঁটা পরিবর্তন হবে।
এই সময় পরিবর্তনের ফলে ফ্রান্স, জার্মান, স্পেন, পর্তুগাল, ইতালি, বেলজিয়ামসহ ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের সময়ের ব্যবধান হবে ৫ ঘণ্টা।
১৯৮০ সালে বিশ্বব্যাপী তেলসংকট শুরু হলে দিনের আলো বেশি উপভোগ করে জ্বালানি খরচ কমানোর এ রীতি অনুসরণ শুরু হয়। শুরুটা জার্মানিতে হলেও ইউরোপীয় ইউনিয়নের সব দেশই এই রীতি মানতে শুরু করে।
পরে এ ঘড়ির কাঁটা পরিবর্তন নিয়ে ইউরোপীয় ইউনিয়নে ভোটাভুটি হয় ২০১৮ সালে। ইইউ সদস্যরা বিপুল ভোটে রীতি বন্ধের পক্ষে রায় দেন। তারপর ২০২১ থেকে এই রীতি বাতিলের সিদ্ধান্ত নেয় ইউরোপীয় পার্লামেন্ট।