শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ। তবে শুরুটা মোটেও ভালো হলো না টাইগারদের। মাত্র ২৪ রানে তিন উইকেট হারিয়েছে চাপে পড়েছে রিয়াদবাহিনী।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ছয় ওভারে তিন উইকেটে ৩১ রান করেছে বাংলাদেশ। রিয়াদ ৩ ও লিট দাস১৬ রানে ব্যাট করছেন।
আজ বিকেল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
আজকের ম্যাচে টাইগার একাদশে জায়গায় পেয়েছেন অলরাউন্ডার শামীম পাটোয়ারি। সাকিবের জায়গায় খেলছেন তিনি।জাতীয় দলের হয়ে বিশ্বকাপে এটিই তার প্রথম ম্যাচ। একাদশে নেই মুস্তাফিজুর রহমানও। তার জায়গায় একাদশে ফিরেছেন নাসুম আহমেদ।
টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে টাইগারদের। এর মধ্যে শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি করেও হেরে যায় রিয়াদের দল। ইংল্যান্ডের সঙ্গে অবশ্য পাত্তা পায়নি।
ওই তিন ম্যাচের একটি জিতলেও সেমির সম্ভাবনা ভালোভাবে বেঁচে থাকতো বাংলাদেশের। সেটি হয়নি। এখন তাকিয়ে থাকতে হবে অনেক ‘যদি কিন্তু’র দিকে। তার আগে আজকের ম্যাচে জিততে হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।