সংযুক্ত আরব আমিরাতে টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে ইঞ্জুরিতে পড়ায় ছিটকে পড়েছেন সাকিব আল হাসান। তাই আজ মঙ্গলবার টিম হোটেল ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
ফিল্ডিংয়ের সময় বাম উরুর হ্যামস্ট্রিংয়ে টান পড়ে অলরাউন্ডার সাকিব আল হাসানের। ফলে বাকি দুই ম্যাচে খেলতে পারছেন না তিনি।
উল্লেখ্য, এর আগে ইনজুরিতে বিশ্বকাপ শেষ হয়েছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের। তার পরিবর্তে রুবেলকে দলে নেওয়া হয়েছে।