ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সড়কের পিচ ঢালাইয়ের কাজে ব্যবহৃত রোড রোলারের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন।
উপজেলার পাগলা থানার ত্রিমোহনী-পাগলা সড়কে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- গাজপুরের শ্রীপুর উপজেলার গাড়ারন গ্রামের সহর ব্যাপারীর ছেলে কফিল উদ্দিন (৪৫), তার ভাই আমির উদ্দিন (৫৫) ও একই এলাকার নায়েব আলী (৭৫)।
নিহত কফিল উদ্দিনের শ্যালক সুমন আহমেদ জানান, গাড়ারন গ্রামের একটি জামে মসজিদের ইমাম আব্দুল ওয়াদুদের বাড়িতে বেড়ানোর জন্য তারা কয়েকটি অটোরিকশা ও মোটরসাইকেলে করে গফরগাঁও উপজেলার পাগলা এলাকায় যাচ্ছিলেন।
পথে ত্রিমোহনী-পাগলা সড়কের আহালিয়ার টেক এলাকায় সড়কে রোলারের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই নায়েব আলী নিহত হন।
হাসপাতালে নেওয়ার পর কফিল উদ্দিন মারা যান এবং আমির উদ্দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
পাগলা থানার ওসি রাশেদুজ্জামান জানান, রোড রোলার চাপায় ঘটনাস্থলেই নায়েব আলীর মৃত্যু হয়। বাকী দুজনের মধ্যে একজন হাসপাতালে নেবার পথে ও অন্যজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শুনেছি।