৩১ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার আজিমনগর ইউনিয়নের কররা গ্রামে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুজন হলেন- ভাঙ্গার নাসিরাবাদ ইউনিয়নের দোয়াইড় গ্রামের মো. আসিফ মাতুব্বর (২৫) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর গ্রামের মো. আলমগীর হোসেন (৪০)।
ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর আব্দুর রহমান বলেন, র্যাবের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গার কররা গ্রামে অভিযান চালিয়ে ৩১ কেজি গাঁজাসহ ওই দুজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি সিম কার্ড ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়।
ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান বলেন, র্যাব বাদী হয়ে ওই দুই ব্যাক্তিকে আসামি করে আজ বৃহস্পতিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।