নামিবিয়ার বিশ্বমানের কোনো বোলার নেই, তবু পাকিস্তান পাওয়ার প্লের সঠিক ব্যবহার করতে পারেনি। পাকিস্তানি ব্যাটাররা সেই রানখরা পুষিয়েছে শেষের ওভারগুলোতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে সেই সুযোগ পাকিস্তান পাবে না। এমন কথা বলেছেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির।
তিনি বলেন, শেষের চার ওভারে ৬০ রান করার সুযোগ পাকিস্তানি ব্যাটাররা পাবেন না। তাই বড় স্কোর দাঁড় করাতে হলে প্রথম বল থেকেই বাবরদের আক্রমণাত্মক ব্যাট করতে হবে। শুরু থেকে রক্ষণশীল খেললে শেষের দিকে বাড়তি রান যোগ করা মোটেও সহজ হবে না। তাই ১৬০-এর বেশি রান তুলতে হলে আমাদের পাওয়ার প্লেতেই অন্তত ৩৫-৪০ রান তুলতে হবে।
নিজের ইউটিউব চ্যানেলে মোহাম্মদ আমির বলেন, ‘আমিরাতের মাঠে জিততে হলে যে কোনো দলকে ১৬০-এর বেশি রান তুলতে হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই স্কোর তুলতে হলে পাকিস্তানের ব্যাটারদের পাওয়ার প্লেতে ভালো করতে হবে।’
পাকিস্তান ব্যাটারদের ইতিবাচক মনোভাব নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পরামর্শ দিয়ে মোহাম্মদ আমির বলেন, বাবর-রিজওয়ানদের উচিত হবে— পারওয়ার প্লের প্রথম বল থেকেই অজি বোলারদের মেরে খেলা। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়ান বোলার বলে তাদের সমীহ করার দরকার নেই।