টি-২০ বিশ্বকাপের মাঝপথেই চোটের কারণে ছিটকে গিয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ঘরের মাঠে আসন্ন পাকিস্তান সিরিজেও অনিশ্চিত সাকিব। তবে সাকিব ভক্তদের জন্য রয়েছে চমক। দুবাই ক্রিকেটের সঙ্গে এবার যুক্ত হতে যাচ্ছেন সাকিব আল হাসান।
জানা গেছে, আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানীতে একটি ক্রিকেট একাডেমি করার পরিকল্পনা করেছেন দুবাইয়ের ডেপুটি রুলার মাখতুম বিন মোহাম্মদ বিন রশিদ। যেখানে সাকিবের সম্পৃক্ততা চেয়েছেন তিনি।
বিশ্বকাপ শেষে যুক্তরাষ্ট্র যাওয়ার আগে দুবাইয়ের রাজ পরিবারের এই সদস্যের সঙ্গে দেখাও করেছেন সাকিব আল হাসান।
অন্যদিকে, নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নভেম্বরে বাংলাদেশে আসবে পাকিস্তান।