নোয়াখালীর কোম্পানীগঞ্জে সবজি খেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত হেঞ্জু মিয়া (৫৭) উপজেলার চরএলাহী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড়ের হুদা মিয়ার ছেলে।
সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার চর এলাহী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মিজান জানান, সকালে কৃষক হেঞ্জু মিয়া বাড়ি সংলগ্ন সবজির খেতে পানি দিতে যায়। এ সময় সময় পাম্প মেশিনের সংযোগ দিতে গিয়ে সে অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় এলাকাবাসী তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে নিহতের পরিবার ও পুলিশকে অবহিত করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।