রাজশাহীতে সাবেক প্রেমিকার সামনেই বুকে ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন বুলবুল আহমেদ (২৬) নামের এক যুবক। যুবক বুলবুলের বাড়ি পুঠিয়ায়। সাবেক ওই প্রেমিকা তাকে ডেকে পাঠালে তার সামনেই এই কাণ্ড ঘটায় বুলবুল।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে নগরীর লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, বুলবুলে সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পুটিয়ার তুলি আকতারের। সম্প্রতি তুলির বিয়ে হয়ে যায়। পরে তুলি নওগাঁর জেনি আকতারের সঙ্গে সম্পর্ক গড়ে দেয়ার কথা বলে ডেকে পাঠায় বুলবুলকে।
দুপুরে বুলবুল লক্ষ্মীপুরের একটি রেস্টুরেন্টে বসে তুলির সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রথমে বিষপান করে। পরে নিজের বুকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা উদ্ধার করে রামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।