December 24, 2024, 5:54 pm

নবনির্বাচিত ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা।

অনলাইন ডেক্স
  • Update Time : Saturday, November 13, 2021,
  • 68 Time View

গতকাল শুক্রবার রাতে গাইবান্ধায় নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পরে আহত অবস্থায় জেলা  হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার সকালে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবদুর রউফ মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা আব্দুর রউফ। গত বৃহস্পতিবার লক্ষ্মীপুর ইউপি নির্বাচনে মোরগ প্রতীকে ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন। তিনি লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত দশটার দিকে আব্দুর রউফ তার প্রতিবেশী রুহুল আমিনের সাথে মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির কাছে একটি নির্মাণাধীন ব্রিজ পায়ে হেঁটে পার হচ্ছিলেন তারা। এ সময় ওই গ্রামের আরিফ পাগলা নামে এক যুবক লোহার রড দিয়ে তার অপর অতর্কিত হামলা চালান। আব্দুর রউফের মাথায় কয়েকটি আঘাত করে দ্রুত সরে পড়ে সে।

পরে স্থানীয়রা আহত রউফকে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবদুর রউফ বলেন, অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। আশা করছি খুব শিগগির অভিযুক্তকে ধরতে পারব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71