সেমিফাইনালের ১৯ নম্বর ওভারের ওই তিনটি বল ছাড়া টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলেছে পাকিস্তান। ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদিরা। ম্যাথু ওয়েডের টানা তিন ছক্কায় স্বপ্নভঙ্গ হয় পাকিস্তানের বিশ্বকাপ ফাইনাল খেলার।বিশ্বকাপের হতাশা নিয়ে আজ শনিবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।
আগামী ১৬ তারিখ আসার কথা থাকলেও বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে নির্ধারিত সময়ের ৩ দিন আগেই ঢাকায় এসেছে বাবর আজমরা।
জানা গেছে, বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে অবস্থান করবে পাকিস্তান। করোনা টেস্টে নেগেটিভ আসলে আগামীকাল রবিবার থেকে মিরপুরে অনুশীলন শুরু করবেন পাকিস্তান ক্রিকেট টিম।
আগামী ১৯, ২০ এবং ২২ নভেম্বর মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি। ২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। আর ৪ থেকে ৮ ডিসেম্বর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, শাহ নেওয়াজ দাহানি ও উসমান কাদির।