খুলনার তেরখাদায় পাঁচ বছরের শিশু তানিশা হত্যা মামলায় সৎ মা তিথী আক্তার মুক্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি শেখ মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তানিশা আড়কান্দি গ্রামের আনসার ব্যাটালিয়ন সদস্য মো. খাজা শেখের মেয়ে। ২০২০ সালের ৫ এপ্রিল রাতে তানিশাকে তার সৎ মা মুক্তা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের দাদা মো. আবুল বাশার শেখ বাদী হয়ে মামলা দায়ের করেন।
ওই বছর ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা এস আই শফিকুল ইসলাম মুক্তাকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ২২ জন সাক্ষ্য দিয়েছেন।