পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৬ সদস্যের যে দল ঘোষণা করেছে তাতে নেই মুশফিকুর রহিম। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকালে এই স্কোয়াড ঘোষণা করা হয়।
মুশফিককে কেন দলে রাখা হয়নি সেটির ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
তিনি বলেন, ‘ওকে (মুশফিক) নিয়ে আমরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি। আমাদের যেহেতু ব্যাক টু ব্যাক চারটা টেস্ট ম্যাচ রয়েছে। সে কারণে তাকে বিশ্রাম দিয়েছি।’
নান্নু বলেন, ‘পাকিস্তানের বিপক্ষেই আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। এরপরই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে। সে (মুশফিক) হচ্ছে আমাদের মূল খেলোয়াড়। ওয়ান অব দ্য বেস্ট পারফরমার। একই সঙ্গে তামিম ইকবালের একটা ইনজুরি হয়ে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে পাই কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। সে কারণে আমরা চাচ্ছি, আমাদের বেস্ট প্লেয়ারকে, যাতে ওই সময়টা তিনি তার সেরাটা দিতে পারেন। এ কারণে এই টি-টোয়েন্টি সিরিজ থেকে তাকে রেস্ট দিচ্ছি।’
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, নাঈম শেখ, আফিফ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও আকবর আলী।