ইউপি নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ মারা গেছেন। আজ মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
শুভ’র মৃত্যুর খবরটি তার রাজনৈতিক সহকর্মী ও পিরোজপুর পৌরসভার কাউন্সিলর সাঈদুল্লাহ লিটন নিশ্চিত করেছেন।
উল্লেখ্য,১১ নভেম্বরের দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে পিরোজপুর সদরের শংকরপাশা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী তোফাজ্জল হোসেন মল্লিক স্বপনের নির্বাচনী প্রচারণাকালে প্রতিপক্ষের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন যুবলীগের এই নেতা। প্রথমে পিরোজপুর জেলা হাসপাতাল থেকে খুলনা ও পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে ঢাকায় নেওয়া হলে ফয়সাল মাহাবুব শুভ আজ ৮ দিন পর মারা যান।
এদিকে শুভ’র মৃত্যুর খবর শুনে শোকের মাতম বইছে রাজনৈতিক অঙ্গনে। শোক প্রকাশ করেছেন জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।