চুয়াডাঙ্গার শীর্ষ মাদক কারবারী শিপ্রা বেগম। ৬০ বছর বয়সী এই নারী মাদক ব্যবসায় জড়িত থাকায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন শতাধিকবার। আর তার বিরুদ্ধে মামলা আছে ৫১টি।
সবশেষ গতকাল বুধবার (১৭ নভেম্বর) চুয়াডাঙ্গার ‘বুদ্ধিমান পাড়া’ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মাদক কারবারী শিপ্রা বেগম একবার ঘরে ঢুকলে তাকে আর গ্রেপ্তার করা যায় না। কারণ, ঘরের টয়লেটে গোপন একটি দরজা বানিয়েছেন তিনি। পুলিশ এলেই সেই দরজা দিয়ে পালিয়ে যেতেন।
পুলিশ আরও জানায়, চুয়াডাঙ্গা জেলার শীর্ষ নারী মাদক কারবারি শিপ্রা বেগম। তিনি স্থানীয় বুজরুকগড়গড়ি এলাকার মৃত বাবুল রহমানের স্ত্রী। শিপ্রা বেগম প্রথমে সীমান্ত এলাকায় বিভিন্ন পণ্য চোরাচালান করতেন। পরে মাদক ব্যবসায় যুক্ত হন।
১৯৯১ সালে সর্বপ্রথম শ্রিপ্রা বেগমের বিরুদ্ধে মামলা হয়। এরপর এই ৩০ বছরে ৫১টি মাদকের মামলা করা হয় তার বিরুদ্ধে। গ্রেফতার হন শতাধিকবার। ৪ মামলায় বিভিন্ন মেয়াদে সাজাও হয়েছে বলেও জানায় পুলিশ।
শ্রিপ্রার স্বামী বাবুলও একাধিক মাদক মামলার আসামি ছিলেন। ২০১৫ সালে মারা যান শিপ্রার স্বামী। তার ছেলে আলী হোসেন ৫ মামলার আসামি; যার একটিতে ৩২ বছরের সাজা খাটছে ২০১৫ সাল থেকে।