বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি,
সুস্থতা– দীর্ঘায়ু কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম রুবেলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর শুক্রবার বিকালে স্থানীয় কলেজ রোড মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করেন। ছাত্রদল সরকারি এ এম কলেজ শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম রুবেলের সভাপতিত্বে দোয়া মাহফিলে জামালপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোশারফ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ নাসরুল্লাহ, শাহাদত হোসেন সবুজ, জেলা যুবদল নেতা আবুল হাশেম,
জেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল আশরাফি খান রাজন,সোহেল রানা,মিরাজ ইসলাম,আব্দুল হাকিম,জিল্লুর রহমান জনি, লিখন শেখ, শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহবুবুল হাসান হীরা, মেলান্দহ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরীফ হাসান, সদস্য আব্দুল্লাহিন কাফি,ছাত্রদল সরকারি এ এম কলেজ শাখার যুগ্ম আহবায়ক ইমরান হোসেন,
মুয়াজ মোর্শেদ স্বাধীন, আরিফ হোসেন, এ এম কলেজ ছাত্রদল নেতা আইয়ুব আলী, মাহমুদুল হাসান, সুজন মিয়া,আব্দুর রাজ্জাক রুহান সহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা- দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।