৪৩ তম শুভ জন্মদিন উপলক্ষে থানার সকল সদস্যদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন পটুয়াখালীর মহিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) খোন্দকার মোঃ আবুল খায়ের।
তিনি ১৯৭৮ সালের ২৬ নভেম্বর (১২ই অগ্রহায়ন ) পিরোজপুরের কাউখালী তে শিক্ষক পিতার ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন।
তার জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২ টা ১ মিনিটে থানার সকল সদস্যদের উদ্যোগে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
সবার ভালোবাসায় সিক্ত হয়ে অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের বলেন অল্প দিনে সবার এতো ভালোবাসা অর্জন করে আমি ধন্য। আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি এবং মানুষের সেবায় সর্বদা নিয়োজিত থাকতে পারি।