সোশ্যাল মিডিয়ায় কত কিছুইতো ভাইরাল হয়। এবার ভাইরাল হয়েছে শাাড়ির সঙ্গে মেহেন্দি দিয়ে আঁকা ব্লাউজের ভিডিও। বিষয়টি আরও একটু পরিষ্কার করা যাক। এক নারী তার শরীরে মেহেন্দি দিয়ে ব্লাউজের আদলে নকশা করেছেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।
প্রতিবেদনটিতে বলা হয়,ভাইরাল হওয় সেই ভিডিওতে দেখা গেছে, চিকনের কাজ করা সাদা শাড়ি পরে সেজেছেন এক মহিলা। মাথায় ফুল। কানে লম্বা দুল। শুধু গায়ে কোনও কাপড়ের ব্লাউজ নেই। বদলে সারা গায়ে মেহন্দি দিয়ে আঁকা রয়েছে একটি ব্লাউজ। সঙ্গে রয়েছে ক্যাপশন। ‘মেহন্দির ব্লাউজ। এর পর কী?’
অভিনব এই মেহেন্দি-ব্লাউজ সাজ নেটিজেনদের নজর কেড়েছে। ভিডিওিটি ৮০,০০০-এর বেশি দেখা হয়েছে। পড়েছে মন্তব্যের হিড়িক। একজন ওই ভিডিও পোস্টের নীচে লেখেন, ‘মেহন্দি লাগানো শিখতে হবে।’ আর এক জন লিখেছেন, ‘ক্যাপশন পড়ার আগে বিষয়টি বুঝতেই পারিনি।’