বাসের ধাক্কায় তিন মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছে। আজ শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জের বলাখাল আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, কুমিল্লার চান্দিনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেলাশ্বর এলাকার সুজন হোসেন, সোহাগ হোসেন, মনির হোসেন।
জানা যায়, শুক্রবার (৩ ডিসেম্বর) তারা৬ জন ২টি মোটরসাইকেলে চান্দিনা থেকে চাঁদপুরে ঘুরতে যাচ্ছিলেন। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে কুমিল্লাগামী বোগদাদ পরিবহনের বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই দু’জন মারা যান। আরেকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, স্থানীয়দের সহায়তায় চালক আব্দুর রাজ্জাককে আটক করে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে।