সময়টা বেশ খারাপ যাচ্ছে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার। তবে ক্লাবটির নারী ফুটবল দলটিকে ব্যতিক্রম বলতেই হবে। কাতালান পুরুষ ফুটবল দল যেখানে মেসিকে হারিয়ে ধুঁকছে। তখন রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে তাদেরকে উড়িয়ে দিল বার্সেলোনার নারী দল।
রবিবার রাতে প্রিমেরা ডিভিশনের ম্যাচে রিয়াল মাদ্রিদ নারী দলকে ৩-১ গোলে হারিয়েছে বার্সার মেয়েরা। বার্সা তাদের তিনটি গোলই করেছে ম্যাচের প্রথমার্ধে।
রিয়ালের ঘরের মাঠে ম্যাচের অষ্টম মিনিটে বার্সাকে প্রথম গোল এনে দেন লিয়েকে মার্টিনস। আইরেনে পারেদেস ব্যবধান দ্বিগুণ করেন ১৮তম মিনিটে। ২৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বার্সাকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন মার্টিনস।
রিয়ালের হয়ে স্বান্তনাসূচক গোলটি করেন সুইডিশ নারী কসভার আসলানি।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি বার্সার মেয়েদের টানা ২৩তম জয়। পুরুষ দলে দুরবস্থা চললেও বার্সার মেয়েরা রয়েছে সেরা ফর্মে। এবার নারীদের ব্যালন ডি’অর পুরস্কারও এসেছে বার্সায়।