ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক (৩৫) ও তার সহযোগী বাদল সরকারকে (২৫) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় মামলা দায়ের করেছেন চেয়ারম্যান প্রার্থী এরশাদুলের বাবা।
শনিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নাটঘর ইউপি চেয়ারম্যান ও এরশাদুলের বাবা আবুল কাশেমের করা মামলাটি নথিভুক্ত করে পুলিশ। আসামিদের মধ্যে এজহারনামীয় ১৫ জন এবং অজ্ঞাত আরও ৩-৪ জন রয়েছে।
নবীনগর থানা পুলিলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, শনিবার রাতে মামলা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে।
এর আগে শুক্রবার রাতে কুড়িঘর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এরশাদুল ও বাদল। এরশাদুল আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন।