যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাব্বির (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে যশোর শহরের শংকরপুর টার্মিনাল এলাকার আকবর হোসেনের ছেলে।
রোববার (১৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে দুর্বৃত্তের তাকে হত্যা করে। এলাকাবাসী জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ্য ৬-৭ জন তাকে হত্যা করে চলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে যশোর অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, সদরেই একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যার কারণ এখনও জানা যায়নি। এবিষয়ে তদন্ত চলছে। খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।