পটুয়াখালীর গলাচিপায় দেশ বরেণ্য সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ এর মৃত্যুতে গলাচিপা প্রেস ক্লাবের গভীর শোক প্রকাশ করা হয়েছে।
জাতীয় প্রেস ক্লাব ও বিএফইউজে’র সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ এর মৃত্যু অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করা হয়। গলাচিপা প্রেস ক্লাব এর সভাপতি সমিত কুমার দত্ত মলয় ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড এক শোক বার্তায় জানান, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খ্যাতিমান এই সাংবাদিক নেতা অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাধিকবার সভাপতির দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তিনি ইংরেজি পত্রিকা ফিনানসিয়াল হেরাল্ড এর সম্পাদক ছিলেন। প্রবীন এই সাংবাদিক নেতা শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে আমরা একজন অভিভাবককে ও কলমী সৈনিককে হারালাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।