ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত এ ফলাফলে পাসের হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। আর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৯২ জন পরীক্ষার্থী।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম স্বাক্ষরিত ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বোর্ড সূত্র জানায়, বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়া ১ লাখ ৩০ হাজার ৮৬৩ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ২৭ হাজার ৬১৮ জন। ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৭ দশমিক ৯০ শতাংশ, মানবিক বিভাগে ৯৭ দশমিক ৮৮ এবং ব্যবসায় শিক্ষায় পাসের হার ৯৩ দশমিক ৭০ শতাংশ।
ফলাফল প্রকাশের পর আনন্দে মেতে উঠে শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকবৃন্দ।