পারিবারিক কোলহের জের ধরে সাভারে এনামুল (২৫) নামে এক যুবককে কুপিয়ে জখম করার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
রোববার (২ জানুয়ারি) সকালে সাভারের এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, শনিবার রাত ১০টার দিকে সাভারের রাজফুল বাড়ীয়া এলাকার নিজ বাসার সামনে এলোপাতাড়ি কোপানো হয় এনামুলকে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
নিহত এনামুল গাইবান্দা জেলার সদরে গ্রামের রুহুলের ছেলে। তিনি সাভারের শুভাপুর একটি নাভানা কারখানায় কাজ করতেন।
পুলিশ জানায়, বাড়ির মালিক বাদশা আলমগীরের উপর হামলা করে এনামুলসহ ৪ জনকে কোপানো হয়। পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে শনিবার রাত ১০টার দিকে সাভারের বাসার সামনে এলোপাতাড়ি কোপানো হয় এনামুলকে। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এখলাছ উদ্দিন বলেন, নিহতের মরদেহ এখনো এনাম মেডিকেলে রয়েছে। চিকিৎসার টাকা বাকির জন্য মরদেহ এখনো সেখানেই আছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।