December 23, 2024, 7:18 pm

মণিরামপুরে আওয়ামীলীগ নেতা ইসহাক আলীর ইন্তেকাল; বিভিন্ন মহলের শোক

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:
  • Update Time : Monday, January 3, 2022,
  • 99 Time View
মণিরামপুরে আওয়ামীলীগ নেতা ইসহাক আলীর ইন্তেকাল;

মণিরামপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের অন্যাতমনেতা ও সাবেক ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী গাজী (৬৬) পিত্তথলিতে ইনফেকশন জনিত কারণে রোববার রাত ১১টা ৫৫ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি………রাজেউন)।

তিনি উপজেলার সদর ইউনিয়নের বাকোশপোল গ্রামের মরহুম মনির উদ্দীন পুত্র। সোমবার জোহরবাদ স্থানীয় বাকোশপোল এমদাদিয়া কওমী মাদরাসার মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

মরহুমের পারিবারিক সূত্রে জানাযায়, ইসহাক আলী গাজী দীর্ঘদিন যাবৎ পিত্তথলিত পাথর সৃষ্টিসহ নানাবিধ অসুখে ভুগছিলেন। কিছুদিন পূর্বে তার পিত্তথলিতে অপারেশন করা হয়। এ অবস্থায় গত ১মাস যাবৎ তার শাররীক অবস্থার খুবই অবনতি হয়। চিকিৎসকের পরামর্শে বর্তমানে তাকে বাড়ীতে রেখে চিকিৎসা করানো হচ্ছিল। রোববার তার শাররীক অবস্থার মারাত্মক অবনতি ঘটে এবং রাত ১১ টা ৫৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ২কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্যা গুনাগ্রাহি রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। এছাড়া সমবেদনা ও মরহুমের মাগফেরাত কামনা করে বিবৃতি প্রদান করেছেন মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্য কাজী মাহমুদুল হাসান, উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ মুহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনসহ বিভিন্ন সংগঠন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71