চলতি মাসে রংপুর অঞ্চলের জেলাগুলোতে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা দেখছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া ঢাকাসহ কয়েক জেলায় ঘনকুয়াশা বাড়বে । এদিকে পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এবারই শীত মৌসুমে বায়ুর মান সবচেয়ে খারাপ দেখতে পাচ্ছেন। তারা বলেছেন, এই দূষণ চলতে থাকলে স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে ঢাকার বাসিন্দাদের।
হিমেল বাতাস, ঘন কুয়াশা আর মেঘে সূর্য ঢেকে থাকায় এবারের পৌষে দেখা দিয়েছে হাঁড়কাপানো শীত।
আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মাসে দেশের উত্তর বঙ্গের জেলাগুলোতে মাঝারি শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে। একই সাথে ঢাকাসহ ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগের জেলাগুলোতে ঘনকুয়াশা বাড়বে।
এদিকে, দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, জানুয়ারি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের চাইতে এবার কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে বাতাসে ধুলাবালি ক্ষতিকর উপাদান সহনীয় মাত্রার চেয়ে কয়েক গুন বেড়ে যাওয়ার আশংঙ্কা করছেন পরিবেশ বিশেষজ্ঞরা।
তাঁরা বলছেন, বর্ষায় দেশের প্রধান শহরগুলোর বাতাস বেশ ভালো অবস্থায় থাকলেও, শীতে বৃষ্টি না হওয়া এবং উন্নয়ন কর্মকাণ্ডের চাপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়।
পরিবেশ বিশেষজ্ঞরা মনে করেন, এখনই কার্যকর পদক্ষেপ ও জন-সচেতনতা না বাড়লে আগামী দিনগুলোতে ভয়াবহ বায়ু দূষণের মুখে পড়বে বাংলাদেশ।