পৌষের শেষ দিকে এসে কুয়াশা আরও বাড়ছে। কয়েকদিন ধরে বাড়ছে তাপমাত্রাও। তবে ১১ জানুয়ারির পর বৃষ্টি হতে পারে। ফলে বাড়তে পারে শীত এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। গতকাল শনিবার মধ্যরাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও ও নদী অববাহিকা অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বাড়তে পারে দিনের তাপমাত্রা। আজ সূর্যোদয় হয়েছে ভোর ৬.৪৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যে ৫.২৮ মিনিটে।