ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মহেন্দ্র গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী পল্লী বিদ্যুৎ কর্মচারী’র মৃত্যুর ঘটনা ঘটেছে।
রোববার (১৬ জানুয়ারি) সকাল ৯ টায় সদর উপজেলার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহসড়কের কচুবাড়ি ভাটা নামক স্থানে মহেন্দ্র গাড়ির চাপায় ঘটনা স্থলেই পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারী ধনকৃষ্ণ রায় নামে একজনের মৃত্যু হয়।
এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা আবুল কালাম নামে একজন আরোহী।
নিহত ধনকৃষ্ণ রায় ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডিং (বিদ্যুৎ লেখক) হিসেবে কর্মরত ছিলেন।
তিনি দিনাজপুর সদর এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯ টার দিকে মোটর সাইকেল যোগে পঞ্চগড় মুখি ভূল্লী যাওয়ার পথে কচুবাড়ি ভাটা নামক স্থানে ঠাকুরগাঁও মুখি একটি মহেন্দ্র মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান এবং অপরজনকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা রেদুয়াওনুল ইসলাম জানান, ঘটনা স্থলে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরেক জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।