জীবননগর থানার অফিসার ইনচার্জ
মোঃআব্দুল খালেকের নির্দেশনায় জীবননগর থানায় কর্মরত চৌকস অফিসারএস.আই (নিঃ) মোঃওসমান গনি ও এ.এস.আই
(নিঃ)মোঃ ইমামুল ইসলাম সঙ্গীয়
ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে
আজ১৬/০১/২০২২রোজ রবিবার আনুমানিক সন্ধ্যা ৬টার সময় বাঁকা ইউনিয়নেরবাঁকা গ্রামের মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে বাঁকা গ্রামে পূর্বপাড়ায় বাবর আলীর ছেলে মোঃ নজর আলীর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হইতে বাঁকা গ্রামের পূর্ব- পাড়ার মোঃজিন্নাত আলীর স্ত্রী মোছাঃ সাবিহার বেগম (৪৭) কে ০১কেজি গাঁজা সহ গ্রেফতার করেন।
উক্ত গ্রেফতারকৃত আসামী কে মাদকদ্রব্য আইনে মামলা সহ আগামী ১৭-০১-২০২২ রোজ সোমবার
জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান।