দিনাজপুরের নবাবগঞ্জে করোনা টিকা নিতে বিদ্যালয় থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পথে সড়ক দুর্ঘনায় হুমায়ুন কবীর নামক ১০ম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহত শিক্ষার্থী উপজেলার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও উপজেলার শিবরামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
ঐ বিদ্যালয়ের প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১১টায় করোনা টিকা দিতে বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়ে বেটারী চালিত অটোরিক্সা যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে আসছিল।
পথে উপজেলার নবাবগঞ্জ-ভাদুরিয়া সড়কের শাল্টিমুরাদপুর নামক স্থানে পৌঁছিলে পিছন দিক থেকে আসা একটি ট্রলি সাইড দেওয়ার সময় অটোরিক্সার ধাক্কা লাগলে অটোরিক্সাটি উল্টে গিয়ে হুমায়ন কবীর গুরুতর আহত হয়।
পরে শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।