পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক ট্রলার থেকে ২৫ মন জাটকা ইলিশ উদ্ধার করেছে কোস্টগার্ড।
রোববার দুপুরে উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীতে এক ট্রলারে অভিযান চালিয়ে এমাছ উদ্ধার করা হয়। কোস্টগার্ড রাঙ্গাবালী আউটপোস্ট কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীতে অভিযান চালায় কোস্টগার্ড। এসময় একটি নাম বিহীন ট্রলার থেকে ১০ মন জাটকা ইলিশ উদ্ধার করা হয়।
এবিষয়ে কোস্টগার্ড রাঙ্গাবালী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এন ইউ আরিফ বলেন, রোববার দুপুরে বুড়াগৌরাঙ্গ নদীতে অভিযান চালিয়ে ২৫মন জাটকা উদ্ধার করা হয়। পরে তা এতিখানা এবং দুস্থ্য- অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।