ভূমধ্যসাগরে ঠান্ডায় মৃত হিমঘরে থাকা ৭ বাংলাদেশির মরদেহর সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন এবং বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শামীম আহসান।
এ সময় উপস্থিত ছিলেন, আগ্রিজেন্তো সিটি মেয়র ফ্রানচেস্কো মিচ্চি। মেয়রের ভূমিকার জন্য ধন্যবাদ জানান রাষ্ট্রদূত মো.শামীম আহসান। ফেব্রুয়ারির ১০ -১৫ তারিখের মধ্যে ধাপে ধাপে বাংলাদেশের উদ্দেশ্যে মরদেহ পাঠানো হবে বলে জানান রাষ্ট্রদূত।
লিবিয়া থেকে সমুদ্র পথে ইতালি পাড়ি জমানোর সময় শীতের তীব্রতায় তাদের মৃত্যু হয়। সিসিলি দ্বীপের পিয়ানো গাত্তা গোরস্থান পরিদর্শন করেন রাষ্ট্রদূত।