নরসিংদীর শিবপুরে জাকজমকপূর্ণ পরিবেশে বসুন্ধরা সিমেন্টের শুভ হালখাতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে শিবপুর উপজেলার বসুন্ধরা সিমেন্টের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স তাকবীর এন্টারপ্রাইজের উদ্যোগে কলেজগেইট বাজারে এ হালখাতার আয়োজন করা হয়।
মেসার্স তাকবীর এন্টারপ্রাইজের স্বত্ত্বধিকারী কমল খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের ডি এস এম মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের এ এস এম মো. নাজমুল হক।
এ সময় সেরা বিক্রেতাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।