৯২ শতাংশ দেশেই স্বাভাবিক টিকাদান কার্যক্রমের মত মৌলিক স্বাস্থ্যসেবা এবং এইডসের মত রোগের চিকিৎসা ব্যাহত হচ্ছে করোনা মহামারীর কারণে। বিশ্বের ১২৯টি দেশে জরিপ চালিয়ে এমন তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ডব্লিউএইচও বলছে, মহামারী শুরুর আগে স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্বলতাগুলো ছিল, সেই পরিস্থিতি আরও অবনতির দিকে নিয়ে যেতেও ভূমিকা রয়েছে এই মহামারীর। এছাড়া মহামারীর কারণে ভয়ে মানুষ সেবা নিতেও হাসপাতালে কম যাচ্ছে।
২০২১ সালের নভেম্বর-ডিসেম্বরে করা ওই সমীক্ষার ফলাফল গতকাল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে তুলে ধরে ডব্লিউএইচও।
প্রতিবেদনে বলা হয়, এসব দেশে স্বাভাবিক স্বাস্থ্যসেবাগুলো মহামারীর কারণে মারাত্মক বিঘ্নিত হয়েছে। এছাড়া এই সংকট মোকাবেলাসহ মহামারীর প্রভাব কাটাতে জরুরি উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়েছে ওই সমীক্ষায়।
যখন দেশগুলি অপরিহার্য স্বাস্থ্য পরিষেবাগুলি বজায় রাখতে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তখন ৯২ শতাংশ দেশগুলো কোভিড-১৯ ডায়াগনস্টিকস, থেরাপিউটিকস, ভ্যাকসিন এবং ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (PPE) সহ প্রয়োজনীয় সরঞ্জাম পাওয়ার ক্ষেত্রেও গুরুতর বাধার কথা জানিয়েছে।