January 7, 2025, 6:12 pm

সিরিজ বোমা হামলা মামলায় জেএমবি সদস্যের যাবজ্জীবন।

অনলাইন ডেক্স
  • Update Time : Tuesday, February 8, 2022,
  • 42 Time View

চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলা মামলার রায়ে জঙ্গী সংগঠন জেএমবি সদস্য সাইখুল ইসলাম রাকিব (৩৫) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক লুৎফর রহমান শিশির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত সাইখুল ইসলাম বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার পঞ্চকরণ গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় বোমা হামলার ঘটনা ঘটে।
এই ৬৩ জেলার মধ্যে চুয়াডাঙ্গারও ৫টি স্থানে বোমা বিস্ফোরণ ঘটায় জেএমবি সদস্যরা। এরমধ্যে আদালত চত্বর ও জেলা কারাগার এলাকাতেও বোমা বিস্ফোরণ ঘটায় তারা।

এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোতালেব বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। এরপর ২০০৬ সালের ২৭ আগস্ট জেএমবি সদস্য সাইখুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট গিয়াস উদ্দিন জানান, মামলার ১৮ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ আদালত আসামি জেএমবি সদস্য সাইখুল ইসলাম রাকিবকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71