December 23, 2024, 6:26 am

গলাচিপায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ দাবিতে মানববন্ধন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • Update Time : Wednesday, February 9, 2022,
  • 113 Time View
গলাচিপায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর গলাচিপায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরের সামনে ঘন্টাব্যাপী এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের আহবায়ক মাও. মো. উমর ফারুক বলেন, আমাদের দাবির বিষয়টি সব মহল স্বীকার করে। কিন্তু এই ন্যায্য দাবি আদায় হচ্ছে না কেন, তা আমরা জানতে চাই। শিক্ষামন্ত্রী যেখানে প্রস্তাব দিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন।

এর পরেও ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন পাওয়ায় বাধা কোথায়। আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণের জোড় দাবি জানাচ্ছি। এ সময় উপজেলা ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সদস্য সচিব মাও. মো. ফোরকান মুসল্লী ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আর্থিক অনটনের তুলে ধরে, প্রাথমিক বিদ্যালয়ের মতো রেজিস্ট্রেশনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ বা এমপিওকরণের দাবি জানান। মানববন্ধন থেকে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৮ দফা দাবি জানান শিক্ষকনেতারা। দাবিগুলো হলো- স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ডেটাবেইস চূড়াান্ত করা, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার করা, রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্ত করা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করা, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় একজন অফিস সহায়কের পদ সৃষ্টি করা এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পঞ্চম শ্রেণি সমাপনী পরীক্ষার অটো পাশের প্রজ্ঞাপন জারি করা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক মো. আব্দুল বারী, মাও. মো. আ. করিম, মাও. মো. আবু হানিফ, মাও. মো. বশিরুল্লাহ, মাও. মো. ফিরোজ আলম, মাও. মো. আব্দুল হোসাইন, মাও. মো. শাহ জালাল, মো. হাবিবুর রহমান প্রমুখ।

এ সময় মানববন্ধন কর্মসূচির এক পর্যায়ে আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২২ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান, আগামী ৬ মার্চ ২০২২ ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট করবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়। এছাড়া গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71