January 7, 2025, 4:59 pm

কেশরহাটে সাবের সিন্ডিকেট গিলে খাচ্ছে সরকারি জায়গা

Reporter Name
  • Update Time : Saturday, February 12, 2022,
  • 21 Time View

রাজশাহীর মোহনপুর উপজেলার অর্থনৈতিক জোন হিসেবে পরিচিত কেশরহাট পৌর বাজার।

এ বাজারের রাস্তার দু’ধারে সড়ক ও জনপথ এবং বাজারের ভেতরের ফাকা জায়গাসহ সরকারি খাল দখল করে একের পর এক স্থাপনা তৈরী করায় বেকায়দায় পড়েছেন স্থানীয় প্রশাসন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেশরহাট পৌর কাউন্সিলর সাবের আলী ও তার বাহিনী হাটের ভেতরে ও বাহিরে যেসব জায়গা ফাঁকা রয়েছে সে জায়গাগুলো বাঁশের বেড়া, ইট দিয়ে তৈরী অবৈধ স্থাপনা নির্মান অব্যাহত রেখেছেন। এসব সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে ইতিমধ্যে ঘটেছে রক্তক্ষয়ী সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, মামলা পাল্টা মামলা। এসব ঘটনা নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় খবর প্রকাশিত হওয়ায়। স্থানীয় গনমাধ্যমকর্মী আরিফুজ্জামান রাসেলকে সাবের কাউন্সিলর ও তার লোকজন প্রাণনাশের হুমকি দেওয়ায় মোহনপুর থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়রী করছেন রাসেল।

বর্তমানে কেশরহাট বাজারে পৌর এলাকার ফুলশো গ্রামের আব্দুর রহমানের ছেলে ব্যবসায়ী রাশেল আহম্মেদ ইট দিয়ে হাটের ১০৮ নম্বর মৌজার সরকারী খাস খতিয়ানভুক্ত জায়গা ও খাল দখল করে পিলার দিয়ে দোকানের জন্য বিল্ডিং তৈরী করছেন। এখাল দখল করে অবৈধ স্থাপনা রয়েছে ৩১টি। এঘটনায় কেশরহাট ইউনিয়ন ভূমি অফিস স্থাপনা নির্মান বন্ধে গত ১৯ জানুয়ারী বুধবার একটি নোটিশ প্রদান করেন। সরকারি নিষেধাজ্ঞা সত্বেও গত ৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত সাড় ১০টায় আবারো বিল্ডিং এর কাজ শুরু করেন রাসেল স্থানীয় প্রশাসন তা জানতে পেরে আবারো কাজটি বন্ধ করে দেয়।

ওই একই রাতে প্রশাসন ফিরে আসার পর রাত সাড়ে বারোটার দিকে আবারো সাবের কাউন্সিলের নেতৃত্বে তার লোকজন কাজ শুরু করে খবর পেয়ে মোহনপুর থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত অফিসার কাজটি বন্ধ করে দিলে তারা প্রশাসনকে ম্যানেজ করতে ব্যর্থ হয়ে কাজটি বন্ধ করে দেয়। এরই মধ্যে স্থানীয় প্রশাসনের সাথে লুকোচুরি খেলতে খেলতে উঠে গেছে বিল্ডিং এর পুরো টায় এখন শুধু ছাদ দেওয়ার বাকি। বিল্ডিং এর ছাদ দিতে না পারলেও তারা যে কোন সরকারি ছুটির দিনে ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করার প্রস্তুতি গ্রহণ করছেন বলে জানা গেছে।

এদিকে ব্যবসায়ী রাসেলের আপন বড় ভাই ব্যাগ ব্যবসায়ী মতিন আহম্মেদ কাউন্সিলর সাবেরকে অনৈতিক সুবিধার মাধ্যমে তাকেসহ তার লোকজনকে সাথে নিয়ে গত ৪ ফেব্রুয়ারী শুক্রবার কেশরহাটে অবস্থিত সরকারি পুকুরের পশ্চিম দক্ষিণ পাড়ে ফাঁকা জায়গা দখল করে বাঁশ ও কাঠের বেড়া দিয়ে রাতের আধারে স্থাপনা নির্মান করেন। অবৈধ স্থাপনা নির্মানের খবর পেয়ে ৬ ফেব্রুয়ারী রোববার মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সানওয়ার হোসেনের নির্দেশে কেশরহাট ইউনিয়ন ভূমি অফিস ভূমি উপ সহকারী কর্মকর্তা মোঃ ইকবাল কাশেম অবৈধভাবে গড়ে তোলা স্থাপনাটি ভেঙ্গে গুড়িয়ে দেন।

শুনতে হাস্যকর মনে হলেও স্থানীয় লোকজন বলেন, ভূমিদস্যু সাবের কাউন্সিলর কেশরহাটে অধিকাংশ জমি দখল করে একের পর এক মার্কেট গড়ে তোলেন। বর্তমানে কেশরহাটের সিংহভাগ সরকারি জমি তার দখলে রয়েছে। ভবিষ্যতে কেশরহাটের নাম পরিবর্তন করে তিনি সাবের হাটে রুপান্তর হতে পারে।

একের পর এক অবৈধ স্থাপনা নির্মান করায় হাটের জমি কমে গেছে ফলে জায়গার সংকুলান না হওয়ায় রাজশাহী নওগাঁ মহাসড়কের ধারে বসছে বাঁশ, ধান,পাইকারি সবজি, ভ্যান ও সাইকেলের হাট। ব্যস্ততম রাস্তার ধারে হাট বসায় চরম ভোগান্তি পোহাতে হয় এ রাস্তায় চলাচলকারী যাত্রী ও শিক্ষার্থীদের। ঘটেছে সড়ক দূর্ঘটনা ও ঝরেছে প্রাণ। সম্প্রতি হাটের ভেতরে জায়গা না পেয়ে কবুতর হাট এখন পৌর প্রঙ্গনে।

হাটের জায়গা দখলে কেউ প্রতিবাদ করলে তাকে প্রাণনাশের হুমকিসহ মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন ভুমিদস্যু সাবের কাউন্সিলর। তার বিরুদ্ধে সাধারণ ডায়রী তা প্রমান করে। শূন্য থেকে কোটিপতি সাবের আলীর টার্গেট ছোট ছোট ব্যবসায়ীরা তাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে না হলে জোর করে জায়গা থেকে উচ্ছেদ করে দিনে দিনে গড়ে চলেছেন অসংখ্য দোকানপাট।এসব করতে গিয়ে সাবের আলী গত ২১ মে শুক্রবার দুপুরের পর জনতার হাতে গণধোলাইয়ের শিকারও হয়েছেন।

এবিষয়ে কাউন্সিলর সাবের আলীকে মুঠোফোনে সরকারি জমি দখল বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কেশরহাটে আমার জায়গা মানুষে দখল করে খায়। আমি কোন জায়গা দখল করিনি। আমরা হাটের জায়গা কিনে দোকান নির্মাণ করি। এসময় তাকে হাটের সরকারি জায়গা কার কাছ থেকে ক্রয় করেছেন প্রশ্ন করলে তিনি কোন উত্তর না দিয়ে বলেন, রাশেল মার্কেট করবে কেউ বাধা দিলে ফলাফল ভাল হবেনা।

কেশরহাট ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকতা মোঃ ইকবাল কাশেম বলেন, কাউন্সিলর সাবেরের ব্যক্তিগত জায়গা বাদে সড়ক ও জনপথের জায়গাসহ বাজারের অনেক জায়গা দখল করে দোকান নির্মাণ করেছেন। রাশেলকে আমি স্থাপনা বন্ধে নোটিশ প্রদান করেছি। ইউএনও স্যারের নির্দেশে সরকারি জায়গায় মতিনের যে স্থাপনা গড়েছিল তা ভেঙ্গে দিয়েছি।

এবিষয়ে মুঠোফোনে কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ বলেন, আমি অবৈধ স্থাপনার পক্ষে নই। আমি অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জেলা প্রশাসনসহ সড়ক ও জনপথ দপ্তরে অবহিত করেছি। তিনি আরো বলেন, হাটে পর্যাপ্ত জায়গা না থাকায় মানবিক দৃষ্টিকোন থেকে আমি পৌর প্রাঙ্গণে গরীব মানুষের সুবিধার্থে কবুতর হাট বসতে দিয়েছি। পৌর কাউন্সিলর সাবেরের সরকারি জমি দখল নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, সড়ক ও জনপথের জায়গা নিয়ে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল তা স্থানীয় সংসদের মাধ্যমে সমাধান করা হয়েছে।

এবিষয়ে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, সড়কে যে অবৈধ স্থাপনাগুলো আছে তা উচ্ছেদের জন্য চিঠি পেয়েছি এবং একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছি। খুব শীঘ্রই স্থাপনাগুলি সরানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71