২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। ফলাফলে পাসের হারে দেশ সেরা হয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলো এক লাখ ৩১ হাজার ৫০০ শিক্ষার্থী।
এর মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ২৮ হাজার ১৬৩ জন।
পাসের হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ১১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮জন।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর প্রেসক্লাব মিলনায়তনে এ ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশ করেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বমোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৩০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ৯৫ দশমিক ২৬ শতাংশ পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৯ হাজার ১৬৯ পরীক্ষার্থী।