স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম জানিয়েছেন করোনা সংক্রমণ এখন নিম্নমুখী।
আজ রোববার করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এ কথা বলেন।
ডা. নাজমুল ইসলাম বলেন, ‘গত ৬ ফেব্রুয়ারি সংক্রমণের হার ছিল ২১ দশমিক ৫০ শতাংশ। সপ্তাহ শেষে ১২ ফেব্রুয়ারি এ হার এসে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৫০ শতাংশ।
একই সময়ে নতুন রোগী শনাক্তের হার যেখানে ৮ হাজার ৩৪৫ জন ছিল, সেটি ১২ ফেব্রুয়ারি কমে ৫ হাজার ২৩ জন হয়েছে বলেও জানান তিনি।
নাজমুল ইসলাম আরও বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি ‘অমর একুশে বইমেলা’ শুরু হচ্ছে। যারা মেলায় অংশগ্রহণ করবেন, প্রকাশক, স্টলে যারা কাজ করবেন এবং যাদের মেলায় যাওয়ার পরিকল্পনা করছেন তাদের শিডিউল অনুযায়ী টিকা গ্রহণ করতে হবে।
পাশাপাশি টিকা গ্রহণকারীদের সনদ রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় আসতে হবে বলেও জানা তিনি।