এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশের ১ হাজার ৯৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শতভাগ। অপরদিকে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করতে পারেনি। পরীক্ষায় মোট ৯ হাজার ১১১টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।
রোববার (১৩ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ৭৩৬টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১ হাজার ৩টি ও কারিগরি শিক্ষা বোর্ডের ১৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
এবারের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নেন। গতবারের চেয়ে এবার ৩৩ হাজার ৯০১ জন পরীক্ষার্থী বেশি ছিল। এবার পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ২৬। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৯ হাজার ১৬৯ পরীক্ষার্থী।