শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এই বছর সাবজেক্ট ম্যাপিংয়ে কম বিষয়ে পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিষয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
শিক্ষামন্ত্রী বলেন, এবার কম বিষয়ে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করেছে শিক্ষার্থীরা।
সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে ভালো ফলাফল হয়েছে। আর পাসের হার বেশি হলে খারাপ কি? এমন একদিন আসবে যেদিন শতভাগ উত্তীর্ণ হবে।