January 7, 2025, 5:07 pm

রাঙ্গাবালীতে বিভাগীয় কমিশনারের উন্নয়ন প্রকল্প পরিদর্শন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • Update Time : Monday, February 14, 2022,
  • 71 Time View
রাঙ্গাবালীতে বিভাগীয় কমিশনারের উন্নয়ন প্রকল্প পরিদর্শন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ আমিনুল ইসলাম ও পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ন কবিরসহ সরকারি কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল দুই দিন ব্যাপি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

তারা ১৩ ও ১৪ ফেব্রুয়ারি রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন জনপদ পরিদর্শন করেন। এসময় রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বিশেষ করে মুজিববর্ষের উপহার গরীব অসহায় ভূমি ও গৃহহীন পরিবারের ঘর নির্মাণসহ উপজেলা ভূমি অফিস এবং প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য পর্যটকদের উপভোগের জন্য সাগরকন্যা খ্যাত রাঙ্গাবালীর সোনারচর সমুদ্র সৈকত (সিবীজ) কে, পর্যটন কেন্দ্র হিসেবে উন্নয়ন করে, দক্ষিণা লকে দেশের অর্থনৈতিক অগ্রগতির লক্ষে বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ আমিনুল ইসলাম ও জেলা প্রশাসকসহ সফরসঙ্গী প্রতিনিধিদের নিয়ে ২দিন ব্যাপি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

পরিদর্শনের পূর্বে বিভাগীয় কমিশনার ও জেলা প্রাশাসককে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন রাঙ্গাবালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মো. জহির উদ্দিন আকন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাশফাকুর রহমান। যাত্রা পথে গলাচিপা ফেরী ঘাটে উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিষার আশিষ কুমার, সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, গলাচিপা থানা অফিসার ইনচার্জ এম আর সওকত আনোয়ার বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকে ফুলেল শুভেচ্ছা জানান।

সফরসঙ্গী হিসেবে আরো ছিলেন বিভাগীয় কমিশনারের সহধর্মিনী, জেলা প্রেশাসকের সহধর্মিনী, বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71