পটুয়াখালীর গলাচিপা উপজেলার নলুয়াবাগী রামনাবাদ নদীতে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ হোসেন এর পরিচালনায় সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী এর আয়োজনে ১৪ ফেব্রয়ারী মোঙ্গলবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত গলাচিপা থানা পুলিশের সহযোগীতায় সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী এর কোম্বিন অপারেশন অভিযানে অবৈধ ও নিষিদ্ধ জাল নির্মূলকরণ অভিযানে ৬টি বাধাঁ জাল, ৫ হাজার মিটার কারেন্ট জাল,
চরঘেরা ২ টি ও ১ টিপাই জাল জব্দ করে গলাচিপা উপজেলার সিনিয়র মৎস্য অফিস। পরে রাত এগারোটার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট ও নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার এর নির্দেশনায় গাজীপুর নলুয়াবাগী নদীর পারে জনসাধারণের সম্মুখে জব্দকৃত জাল গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ১৫ ফেব্রয়ারী বুধবার জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ হোসেন সাংবাদিকদের জানান, সরকারী নির্দেশনায় দেশের রুপালী সম্পদ রক্ষায় নদীতে অবৈধ জাল নির্মূলকরণ অভিযান অব্যাহত থাকবে।