চিত্রনায়িকা নিপুণ আক্তারকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে বলে তিনি বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। প্রকাশ্যে রাস্তায় তাকে হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন নিপুণ। আজ মঙ্গলবার সাংবাদিকদের তথ্যটি নিশ্চিত করেন নায়িকা। নিপুণ জানান, গতকাল সোমবার ফুল কেনার জন্য বাসা থেকে বনানী সুপার মার্কেটে যাচ্ছিলেন। রাস্তায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার সামনে আসে। নিপুণ ভেবেছিলেন, তারা হয়ত সহায়তার জন্য এসেছে। তবে এরপরই তারা নিপুণকে মামলা থেকে সরে যাওয়ার কথা বলেন এবং তা না করলে নিপুণের ক্ষতি হবে বলেও হুমকি দেয়।